ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

সড়কে অবস্থান নিয়েছেন ডাক্তাররা

প্রকাশনার সময়: ১৬ জুলাই ২০২৩, ১৪:২৬
ছবি : সংগৃহীত

পুলিশের বাধা ঠেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতর থেকে বেরিয়ে শাহবাগ-কাঁটাবন সড়কে অবস্থান নিয়েছেন বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভূক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তাররা।

রোববার (১৬ জুলাই) বেলা ১২টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেইট দিয়ে তারা বের হন। এসময় পুলিশ বাধা দিলে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে পুলিশ সরে দাঁড়ায়।

ভাতা বাড়ানোর দাবিতে বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভূক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তাররা রোববার সকাল থেকেই বিক্ষোভ করছেন।

শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচির কথা থাকলেও তারা তা করতে না পেরে হাসপাতালের ভেতরেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পুলিশের বিভিন্ন ইউনিট রমনা জোনের এডিসি হারুনের নেতৃত্বে হাসপাতালের ফটকে অবস্থান নেয়।

রোববার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে ডাক্তাররা বিএসএমএমইউয়ের বটতলায় সমাবেত হন। অপরদিকে পুলিশের বিভিন্ন টিম ভাগ হয়ে হাসপাতালের গেটগুলোতে অবস্থান নেয়। ডাক্তাররা বের হওয়ার চেষ্টা করেন এবং দাবি আদায়ের জন্য স্লোগান দেন।

পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস্ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডা. হাবিবুর রহমান বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

উল্লেখ্য, গত ৮ জুন জাতীয় প্রেসক্লাবে ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করে প্রাইভেট পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে তারা জানায়, ১২ জুনের মধ্যে ভাতা বৃদ্ধির দাবি মানা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়া হবে। এরপর দাবি মেনে নেয়ার আশ্বাসে দুই দফা আন্দোলন স্থগিত করে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। কিন্তু শেষ পর্যন্ত কোনো আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় গত ৮ জুলাই সকাল ১০টা থেকে রাজধানীর শহীদ মিনার এলাকায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ