ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ঢাকায় পৌঁছেছে ফাইজারের ১০ লাখ ডোজ টিকা

প্রকাশনার সময়: ০১ সেপ্টেম্বর ২০২১, ২২:০৪

প্রাণঘাতি করোনা সংক্রমণ প্রতিরোধক ফাইজারের আরও ১০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে।

দেশে আসা ফাইজার-বায়োএনটেকের টিকার এটি দ্বিতীয় চালান।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকালে টিকা নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কোভিড-১৯ ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

টিকার এ চালান গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় কেবল ৬৫ লাখ টিকাই অনুদান দেয়নি, সঙ্গে মহামারি মোকাবিলায় নয় কোটি ৬০ লাখ ডলার সহায়তাও প্রদান করেছে।

তিনি বলেন, ‘আশা করছি এসব টিকা খুব শিগগিরই বাংলাদেশে এসে পৌঁছাবে। এটা (টিকা) প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুত উপহার। সারাবিশ্বে ৫০০ মিলিয়ন ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ প্রথম দেশ হিসেবে উপহারের এই টিকা পাচ্ছে।’

এর আগে গত ৩১ মে রাতে প্রথম চালানে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকা এসেছে। এ নিয়ে এই ওষুধ কোম্পানির মোট ১১ লাখ ৬২০ ডোজ কোভিড টিকা এল।

টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় ফাইজার, মর্ডানা ও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ছাড়াও চীন থেকে কেনা সিনোফার্মের টিকার চালান এখন নিয়মিতই আসছে দেশে। গত সোমবার রাতে চীনের সিনোফার্মের তৈরি আরও ২০ লাখ ডোজ কোভিড টিকা দেশে পৌঁছে। টিকার মজুদ বাড়ায় সরকারও টিকাদান কর্মসূচির আওতা বাড়িয়েছে সাম্প্রতিক সময়ে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ