ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

সিলেট-৩ উপনির্বাচন ভোটের পরিবেশ নিয়ে শঙ্কায় জাপা

প্রকাশনার সময়: ০১ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৬ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩২

আগামী ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের পরিবেশ কেমন হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

তিনি বলেন, অণীতে আমরা দেখেছি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছি যাতে স্বচ্ছ ভোটের পরিবেশ বজায় রাখা হয়। কারণ বঙ্গবন্ধু যে গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলেন তা প্রতিষ্ঠা করতে হলে জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।

গণকাল মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জাপার মহা সচিব আরো বলেন, বর্তমানে দেশে শুধু সরকারি দল নির্বাচন করছে। আর কোনো দল নির্বাচনে আসছে না। জাতীয় পার্টি নির্বাচনে আসার কারণ হচ্ছে সরকার যাতে বারবার একই ভুল না করে। তারপরও সরকার ভুল করে যাচ্ছে। ভোট কারচুপি করতে করতে সাধারণ মানুষের কাছে ভোটের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। তাই মানুষ আর ভোট দিতে আসে না। সিলেট-৩ আসনের নির্বাচনের মাধ্যমে দেশব্যাপী একটা উদাহরণ তৈরি হোক। যাতে মানুষ ভোট দিতে উদ্বুদ্ধ হয়। দীর্ঘদিনের ভোট কারচুপির ধারাবাহিকতা বন্ধ করে জনগণের সেই ধারণা পাল্টানোর সুযোগ রয়েছে এই নির্বাচনে।

এসময় তিনি সিলেট-৩ আসনের ভোটারদের ভোটকেন্দ্রে এসে লাঙল মার্কায় ভোট দিয়ে জয়ী করার আহŸান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এবং সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাঠোয়ারী, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী, মেজর (অব.) রানা মো. সোহেল, লিয়াকত হোসেন খোকা, ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, পীর ফজলুর রহমান মিজবাহ, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, এডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এইচ এম শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন এবং ক্রীড়া সম্পাদক ও জাতীয় যুবসংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন এবং সিলেট-৩ আসনের জাপার দলীয় প্রার্থী আতিকুর রহমান আতিকসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নয়া শতাব্দী/এমএইচআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ