ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

প্রকাশনার সময়: ৩০ জুন ২০২৩, ১১:৩২ | আপডেট: ৩০ জুন ২০২৩, ১১:৩৭

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আজ পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীসহ সারাদেশে সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

শুক্রবার (৩০ জুন) রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া-মহল্লা ও প্রধান সড়কে পশু কোরবানি দিতে দেখা গেছে।

ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন ছাড়াও আ‌রও দু‌দিন তথা জিলহজ মাসের ১১ তারিখ (ঈদের দ্বিতীয় দিন) ও ১২ তারিখও (ঈদের তৃতীয় দিন) সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে। এ বিধানের আলোকে দ্বিতীয় দিন অনেকে পশু কোরবানি করছেন।

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কেউ একাধিক কোরবানি দিচ্ছেন। আবার কেউ পারিবারিক ঐতিহ্য রক্ষায়, কেউ আবার ব্যবসা ও কাজের চাপ এবং কসাইয়ের অভাবে ঈদের দিন পশু জবাই দিতে পারেনি তারাই দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন।

ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায়ও দেখা গেছে কোরবানির ব্যস্ততা।

রাজধানী মুগদার এক বাসিন্দা জানান, কোরবানি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আমারা ৭ ভাই। সবাই এক সঙ্গে কোরবানির পশু কিনি। আমাদের পারিবারিক ঐতিহ্য হিসাবে প্রতিবছর তিনটি গরু কোরবানি দেই। তবে এবার দুটি বড় গরু কোরবানি দিচ্ছি একটি ঈদের দিন কোরবানি করেছি। আজকে একটা কোরবানি করব।

পুরান ঢাকার ওয়ারির এলাকার এক বাসিন্দা বলেন, আমরা দুই ভাই দুটি গরু এনেছিলাম। গতকাল একসঙ্গে কাটতে সমস্যা লোকবলের অভাব। কসাই পাইনি। তাই ঈদের দিন একটা দিয়ে কোরবানি দিয়েছি। আজ আরেকটা কোরবানি করছি।

রাজধানীর এক মৌসুমি কসাই জানান, ঈদের দিন ৫টি গরু কাজ করেছি সন্ধ্যা পর্যন্ত। আজকে দুটির অর্ডার আছে। একটির কাজ চলছে। শেষ হলে আরেকটি ১১টার দিকে কাটবো।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ