ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ফের জাতীয় গ্রিডে যুক্ত হলো রামপালের দ্বিতীয় ইউনিট 

প্রকাশনার সময়: ২৮ জুন ২০২৩, ১৬:৫৮

জাতীয় গ্রিডে সিনক্রোনাইজড (বিদ্যুতায়িত) হলো বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট (৬৬০ মেগাওয়াট)। আজ বুধবার সকাল ৮টা ৫১ মিনিটে এক হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটির ২য় ইউনিট জাতীয় গ্রিডের সাথে যুক্ত হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পরিচালক (জনসংযোগ) মো. শামীম হাসান এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে গত ১৭ ডিসেম্বর রাত থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট।

২০১০ সালে ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনটিপিসি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) নামে কোম্পানি গঠিত হয়।

এই কম্পানির অধীন এক হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল) নামে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয়।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ