ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

মাগুরায় শেখ মুজিবুর রহমানের স্বরনে ১৯৭৫ বৃক্ষরোপন

প্রকাশনার সময়: ০১ সেপ্টেম্বর ২০২১, ০১:৫৩ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৩

মাগুরা জেলা যুবলীগ ১৯৭৫ সালের আগস্ট মাসকে স্বরণ করে ১৯৭৫টি বৃক্ষরোপন করেছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে সদরের ছোট ফালিয়া রাস্তার দু’পাশে এ বৃক্ষরোপনের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর করেন।

জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের নের্তৃত্বে যুগ্ম আহবায়ক আলী আহমেদ আহাদ, জেলা আওয়ামীলীগ নেতা নাসির হোসেন, সদস্য ও কাউন্সিলর আসিফ আল আসাদ মেলিন, হাজরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তাসহ যুবলীগ ও বিভিন্ন পর্যায়ের নের্তবৃন্দ বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অন্যদিকে জেলা কৃষকলীগ শহরের ভায়না আছিয়া খাতুন প্রাথমিক বিদ্যালয় ও মৎস্য অফিসের মধ্যে ২শতাধিক বৃক্ষরোপন করেছেন।

নয়া শতাব্দী/এমএইচআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ