ঈদযাত্রার চতুর্থ দিনেও রাজধানীর কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে দিনের শুরুতে কয়েকটি ট্রেন বিলম্বে স্টেশনে পৌঁছায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
মঙ্গলবার (২৭ জুন) সকালে কমলাপুর রেলস্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
জানা যায়, দিনের শুরুর প্রথম আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস প্রায় দুই ঘণ্টা বিলম্বে রাজশাহীর উদ্দেশে কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে। নীলসাগর এক্সপ্রেসের ৬টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ২ ঘণ্টা ৯ মিনিট বিলম্বে ছেড়ে যায় সকাল ৮টা ১৭ মিনিটে। সুন্দরবন এক্সপ্রেস ৮টা ১৫ মিনিট ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ছাড়ে ৯টা ১০ মিনিটে।
সুন্দরবন এক্সপ্রেসের যাত্রীরা বলেন, সকাল থেকে এসে বসে আছি, বিরক্ত লাগছে। মোটামুটি সব ট্রেনই বিলম্ব করছে। সবাই হৈচৈ করছে।
ধূমকেতু এক্সপ্রেসের এক যাত্রী বলেন, পরিবার নিয়ে ভোরে বাসা থেকে এসেছি। এসে দেখি প্লাটফর্মে কোনো ট্রেনই নেই। এভাবে দীর্ঘসময় পার করার পর ট্রেন এসেছে। তারপর অপরিষ্কার ট্রেনেই আমাদের উঠতে হয়েছে। পরিবার নিয়ে এমন অপেক্ষা খুবই ভোগান্তির।
এ প্রসঙ্গে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আফছার উদ্দিন বলেন, আমাদের এখান থেকে ট্রেন বিলম্বে ছাড়ার কোনো কারণ নেই। ট্রেনগুলো ঢাকা রেলওয়ে স্টেশনে আসতে বিলম্ব করছে। তাই ছাড়তেও বিলম্ব করছে।
উল্লেখ্য, গত ১৪ জুন থেকে আন্তনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী ১৪ জুন দেওয়া হয় ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হয় ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হয় ২৮ জুনের অগ্রিম টিকিট।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ