নীলফামারী সদর উপজেলার ঢেলাপীড় হাটে নিষিদ্ধ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢেলাপীড় হাটে অভিযান চালিয়ে জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
এসময় অবৈধ কারেন্ট জালের মালিক কারেন্ট জাল রেখে পালিয়ে যায়। পুড়িয়ে ফেলা কারেন্ট জালের মূল্য দুই লাখ টাকা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার বলেন, কারেন্ট জাল মালিকরা পালিয়ে গেলেও জনসম্মুখে এসব জাল আগুনে পুড়ে ফেলা হয়েছে। ২০ হাজার মিটার কারেন্ট জালের মূল্য দুই লাখ টাকা। নিষিদ্ধ কারেন্ট জাল যেখানে পাওয়া যাবে সেখানে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
নয়া শতাব্দী/এমএইচআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ