ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ঝালকাঠিতে মঞ্চায়িত হলো নাটক 'অবরুদ্ধ ১৪ বছর'

প্রকাশনার সময়: ০১ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৯ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৭

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র জীবনী নির্ভর নব-নির্মিত নাটক 'অবরুদ্ধ ১৪ বছর' ঝালকাঠিতে মঞ্চায়িত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে নাটকটি মঞ্চায়িত হয়।

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতির পিতার জীবনী'র উপর ৬৪ জেলায় ৬৪ টি মঞ্চ নাটক নির্মিত হয়। তারই অংশ হিসেবে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনায় বঙ্গবন্ধুর জেল জীবন ও প্রেক্ষাপট নিয়ে নির্মিত 'অবরুদ্ধ ১৪ বছর' নাটকটি নির্মাণ করা হয়েছে।

নাটক পরিবেশনা করছে রপাটারি নাট্যদল ঝালকাঠির ১৬ জন নাট্যকর্মী। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন অনিমেষ সাহা লিটু। সমন্বয়কারী ছিলেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আল মামুন।

মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে জেলা প্রশাসক ও নাট্যকার প্রযোজনা অধিকর্তা মো. জাহের আলী নাটকটি মঞ্চায়নের আনুষ্ঠানিক উদ্বাধন করেন।

জেলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক খান সাইফুলাহ পনির, স্থানীয় নাট্যকর্মী, সাংস্কৃতিককর্মী সংগঠকসহ তিন শতাধীক দর্শক নাটকটি উপভাগ করেন।

নয়া শতাব্দী/এমএইচআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ