ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

পঞ্চগড়ে দম্পতিকে একঘরে করে রাখার অভিযোগে দুই আসামী গ্রেফতার

প্রকাশনার সময়: ০১ সেপ্টেম্বর ২০২১, ০০:২৬ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৫

পঞ্চগড়ের জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের ছলিমনগর এলাকায় আয়নাল হক ও জামিরন বেগম দিনমজুর দম্পতিকে এক ঘরে রাখার ঘটনায় দায়েরকৃত মামলায় মো. সহিদ আলী ও আমির চাঁন নামে দুই আসামীকে গ্রেপ্তাতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেন জানান, দিনমজুর দম্পতিকে এক ঘরে রাখার ঘটনায় দায়েরকৃত মামলায় ৯ আসামীর মধ্যে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জন্য আমরা অভিযান অব্যহত রেখেছি।

জানা গেছে, মো. সহিদ আলী ও আমির চাঁন জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের ছলিমনগর এলাকার ছমির আলীর ছেলে ।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাতে দেবীগঞ্জ থানা উপ-পরিদর্শক কামাল হোসেন অভিযান চালিয়ে সহিদ ও আমির চাঁদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করে। পরে তাদের দুজনকে দেবীগঞ্জ আমলী আদালতে হাজির করা হলে বিচারক এম এম মাহবুব ইসলাম তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।

এর আগে গত ১১ আগস্ট পঞ্চগড় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নিয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি ২২ আগস্টের মধ্যে তদন্তের নির্দেশ দিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেন। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন গত ২২ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এবং ২২ আগস্ট দেবীগঞ্জ আমলী আদালতের বিচারক এম এম মাহাবুব ইসলাম ওই দম্পতিকে এক ঘরে রাখার ঘটনায় সমাজপাতি শাহাজাহান আলী, মুফতি আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, আমির চাঁদ, শহীদ, ছোরমান আলী, জুল হক, মো. মোস্তফা ও মো. রাসেলসহ ৯জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।

নয়া শতাব্দী

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ