রাজধানীর যাত্রাবাড়ীতে স্বামীর হাতে রোমা আক্তার (২৭) ও তার দেড় বছরের শিশু সন্তান রিশাদ খুন হয়েছেন।
৩০ আগস্ট সোমবার রাতের এ ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল অহিদ পলাতক রয়েছেন। পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ঘটনাস্থল কয়েকটি চিরকুট উদ্ধার করেছে। সেখানে অহিদ হত্যার দ্বায় স্বীকার করেছেন।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম কাজল জানান, গত সোমবার রাত ১১টার দিকে মীরহাজীরবাগ রাসেল মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
পরে পুলিশ দ্বিতীয়তলা থেকে মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে ওই নারীর স্বামী আব্দুল অহিদ হাতুড়ি দিয়ে পিটিয়ে ও বালিশ চাপা দিয়ে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে।
ঘটনার পর থেকে আব্দুল অহিদ পলাতক। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে‘ব্যবহৃত’ হাতুড়ি ও বালিশ জব্দ করা হয়েছে এবং আসামি ধরতে পুলিশ কাজ করছে। তাকে গ্রেফতার করা সম্ভব হলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ