মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর ২ ও ৩নং পিলারের মাঝখানে ১-বি স্প্যানে ধাক্কা লেগে ফেরির মাস্তুল ভেঙে গেছে। এমন খবরে সরেজমিনে বিষয়টি পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখান থেকে ফিরে এসে তিনি বলেন, আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
আওয়ামী লীগের এই সাধারণ সাধারণ সম্পাদক বলেন, সরেজমিনে গিয়ে আমি কোনো আঘাতের চিহ্ন পাইনি। তবে বিষয়টা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বারবার কেন এমন ঘটনা ঘটছে তদন্ত করে তা উদঘাটন করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা লাগার ঘটনা ঘটে। ৩ ও ৪ নম্বর পিলারের মাঝের স্প্যানে আঘাত করে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি। এতে ফেরিটির মাস্তুল ভেঙে গেছে। তবে পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের উপসহকারী ব্যবস্থাপক শফিকুল ইসলাম।
এর আগে ২ মাসে ৪ বার ফেরি আঘাত করেছে পদ্মা সেতুতে। স্বাভাবিকভাবেই এ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সেতুতে ধাক্কা এড়াতে ফেরিঘাট সরানোর উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত সেতুতে বারবার ধাক্কা দেয়া রো রো ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, গত জুলাই ও চলতি আগস্টে পদ্মা সেতুর তিনটি পিলারে ফেরির ধাক্কা লাগে মোট চারবার। এর মধ্যে ২০ জুলাই ১৬ নম্বর পিলারে, রো রো ফেরি শাহ মখদুম, ২৩ জুলাই রো রো ফেরি শাহজালাল ১৭ নম্বর পিলারে, ৯ আগস্ট রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ১০ নম্বর পিলারে এবং ১৩ আগস্ট ১০ নম্বর পিলারে কাকলি ফেরির ধাক্কা লাগে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ