ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ওয়ার্কশপের মধ্যে প্রাইভেটকারে মিলল দুই লাশ 

প্রকাশনার সময়: ৩১ আগস্ট ২০২১, ১৬:২৯ | আপডেট: ৩১ আগস্ট ২০২১, ১৬:৩৩

রাজধানীর সেগুনবাগিচায় কুরবান মটর ওয়ার্কশপের ভেতরে প্রাইভেটকারের মধ্যে থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

সেখানেই কাজ করতেন রাকিব (১৭) ও সিয়াম (১৮) নামের এই দুই কর্মচারী। গতকাল সোমবার রাতে কাজ শেষে তারা গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ে।

সকালে অন্যান্য কর্মচারীরা এসে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছার পর বেলা ১১টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তারা ধারণা করছেন, হাসপাতালে পৌঁছানোর বেশ আগেই রাকিব ও সিয়াম মারা গেছে।

কুরবান মটর ওয়ার্কশপে রঙের কাজ করতেন এই দুজন এবং সেখানেই থাকতেন। তাদের মৃত্যুর ব্যাপারে ওয়ার্কশপ কর্তৃপক্ষ কিছুই বলতে পারছে না। পুলিশও কোনো ক্লু উদ্ধার করতে পারছে না। স্বজনরাও কিছু জানেন না। তাই ময়নাতদন্তের রিপোর্টই এখন শেষ ভরসা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁসির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটি ঢামেকের মর্গে রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই মরদেহ হস্তান্তর করা হবে। সিয়ামের বাড়ি কুমিল্লার লালমাই এবং রাকিবের বাড়ি ফরিদপুরের সদরপুর।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ