ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

সেন্ট্রাল হাসপাতালের লাইসেন্স বাতিলের দাবিতে স্মারকলিপি

প্রকাশনার সময়: ২১ জুন ২০২৩, ১৬:৫৯

ভুল চিকিৎসার কারণে ইডেন কলেজের শিক্ষার্থী মাহবুবুর রহমান আঁখি ও তার নবজাতক শিশুর মৃত্যু ঘটনায় ডা. সংযুক্তা সাহা ও জড়িত চিকিৎসকদের লাইসেন্স বাতিল করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেই সঙ্গে সেন্ট্রাল হসপিটালের লাইসেন্স বাতিলের দাবিও জানানো হয়েছে।

বুধবার (২১ জুন) আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে এ দাবি জানিয়েছেন। প্রতিনিধি দলে ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হাসান এবং ইডেন কলেজের শিক্ষার্থী মুনিরা।

স্বাস্থ্যমন্ত্রীকে দেয়া স্মারকলিপিতে বলা হয়েছে, আমরা সকলে অবগত আছি যে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসার কারণে ইডেন কলেজের মেধাবী শিক্ষার্থী মাহবুবুর রহমান আঁখি ও তার নবজাতক শিশুর মৃত্যু হয়।

স্মারকলিপিতে যে দাবি এবং দাবির পক্ষে যে যুক্তি দেয়া হয়েছে

>> সেন্ট্রাল হাসপাতালের ভুল চিকিৎসার মাধ্যমে ইডেন কলেজের শিক্ষার্থী মাহবুবুর রহমান আঁখি ও নবজাতক শিশুকে হত্যাকারী অভিযুক্ত ডা. সংযুক্তাসহ জড়িত চিকিৎসকদের লাইসেন্স বাতিল করে অনতিবলম্বে গ্রেফতার করা।

>> সেন্ট্রাল হাসপাতালকে আঁখির পরিবারকে ২ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

>> শুধু ইডেন কলেজের শিক্ষার্থী আঁখি-ই নয় সেন্ট্রাল হসপিটালের ভুল চিকিৎসার কারণে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী আফিয়া জাহানের মৃত্যু হয়। পরবর্তীতে সেন্ট্রাল হসপিটালের তৎকালীন পরিচালককে গ্রেফতার করা হয়। সুতরাং আর কোনো মায়ের বুক যেনো খালি না হয় সেইজন্য সেন্ট্রাল হাসাপাতালের লাইসেন্স বাতিল করতে হবে।

>> ডা. সংযুক্তা সাহার অধীনে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়েছিল মাহবুবুর রহমান আঁখি। সুতরাং ভুল চিকিৎসায় মাহবুবুর রহমান আঁখি ও তার নবজাতক সন্তানের মৃত্যুর দায় কোনোভাবেই এড়াতে পারেন না।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ