রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে রোগী ভর্তির ক্ষেত্রে নিয়ম মানা হয় না অভিযোগ করে ডা. সংযুক্তা সাহা বলেছেন, নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় ভুল করেছে হাসপাতাল কর্তৃপক্ষ; কিন্তু দোষ দিয়েছে আমার ওপর। এছাড়া মাহবুবা রহমান আঁখিকে ভর্তির সময় হাসপাতাল কর্তৃপক্ষ তার লিখিত বা মৌখিক অনুমতি নেয়নি বলে জানিয়েছেন ডা. সংযুক্তা।
মঙ্গলবার (২০ জুন) রাজধানীর পরীবাগের নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
সংযুক্তা সাহা বলেন, সেন্ট্রাল হাসপাতালকে চ্যালেঞ্জ করছি, তারা মিথ্যা তথ্য দিয়েছে আমার নামে। আমি সেখানকার কর্মী। ভুল করেছে হাসপাতাল; কিন্তু দোষ দিয়েছে আমাকে। যে কারণে মামলায় আমার নাম নেই। অথচ মিথ্যা তথ্যের কারণে আমি আজ হেনস্থার শিকার। আর আঁখি আমার নিয়মিত রোগী ছিলেন না।’
এর আগে, নবজাতক ও মা মাহবুবা রহমান আঁখির চিকিৎসায় নিজেদের গাফিলতির কথা স্বীকার করেন হাসপাতালের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডাক্তার এ টি এম নজরুল ইসলাম। সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আঁখির মৃত্যুর ঘটনায় দুঃখও প্রকাশ করেন তিনি।নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ