ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

প্রকাশনার সময়: ১৯ জুন ২০২৩, ২১:৫৬
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। ওই কয়েদির নাম আতাউর রহমান (৭০)। তার কয়েদি নং ৩৮২৭/এ।

সোমবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন কারারক্ষী রাসেল রানা।

তিনি বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে সন্ধ্যায় আতাউর রহমান অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিক্রমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার কয়েদি নং ৩৮২৭/এ।

তিনি আরও বলেন, কী মামলায় তিনি কারাগারে কয়েদি হিসেবে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না। তিনি মৃত লোকমান আলীর ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ