ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

সাংবাদিক নাদিমকে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন

প্রকাশনার সময়: ১৬ জুন ২০২৩, ১৯:০৩

জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে।

প্রতিনিধিদের পাঠানো খবর-

টাঙ্গাইল : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ করার জেরে জামালপুরের সাংবাদিক বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) সকাল ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, একুশে টেলিভিশনের প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মামুনুর রহমান মিয়া, নয়াদিগন্তের প্রতিনিধি মালেক আদনান প্রমুখ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন, সংবাদ প্রকাশের জেরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু নির্দেশনায় সাংবাদিক গোলাম রব্বানীকে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে এ ঘটনায় জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বাগেরহাট : বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের জামালপুর প্রতিনিধি ও ৭১ টিভির বখশিগঞ্জ উপজেলা সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সামনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, প্রেসক্লাবের দফতর সম্পাদক এসএম সামসুর রহমান, সাংবাদিক এসএস শোহান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, আলী আকবর টুটুল, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন, অর্থ সম্পাদক মাসুদুল হক, সাংবাদিক শেখ আবু সাইদ, আজাদুল হক, আবু সাইদ শুনু, অলিপ ঘটক, হেদায়েত হোসেন লিটন, আল আমিন খান সুমন, আব্দুল্লাহ আল ইমরান, এসএম আমিরুল হক বাবু, রাকিবুল ইসলাম রাজ, সৈয়দ শওকত হোসেন, সোহেল রানা বাবু, রিফাত আল মাহমুদ, রুহুল আমিন বাবু, আরিফুর রহমান জালাল, নকিব মিজানুর রহমান, শাকির হোসেন, মেহেদী হাসান বাচ্চু, সোহাগ আহমেদ, মাজহারুল হক সৌরভ, শেখ সোহেল, আবু তালেব, কামরুজ্জামান মুকুল, সালমান মুহাইমিনসহ বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, সাংবাদিকদের হত্যা করে পার পাওয়া যাবে না। সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে নাদিমকে হত্যা করা হয়েছে। নাদিম হত্যার সাথে জড়িত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকলকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। হত্যাকান্ডে জড়িতদের ফাঁসি দেওয়ার দাবি জানান তারা।

নাটোর : জামালপুরের বকশীগঞ্জে রাতের অন্ধকারে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে শুক্রবার (১৬ জুন) সকাল ১১টায় নাটোর প্রেসক্লাব চত্তরে মানববন্ধন করেন সাংবাদিকরা।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলা নিউজ ২৪.কম এর নাটোর জেলা প্রতিনিধি মামুনুর রশীদ, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি আহমেদ বাবন, সহ-সভাপতি শহিদুল হক সরকার, ইউনিক প্রেসক্লাবে সভাপতি দেবাশীষ কুমার সরকার, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধ নবীউর রহমান পিপলু, সিনিয়র সাংবাদিক ররেন দাসহ সকল সাংবাদিকবৃন্দরা।

বক্তারা বলেন, বিভিন্ন সময় সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা এমন নির্মম ঘটনা ঘটাতে সাহস পেয়েছে। বক্তারা নাদিম হত্যার সুষ্ঠ বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

নড়াইল : জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় একাত্তর টেলিভিশনের উপজেলা প্রতিনিধি বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম এর জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) দুপুর ১২টায় নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইলের সাংবাদিক সমাজ এই বিক্ষোভ ও মানববন্ধন করে।

নাদিম হত্যার বিচার চেয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, নড়াইলকন্ঠের সম্পাদক কাজী হাফিযুর রহমান, সাংবাদিক মলয় কান্তি নন্দি, কার্তিক দাস, প্রেসক্লাব সভাপতি এনামুল কবীর টুকু, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, সাংবাদিক এড.আলমগীর সিদ্দীকী, সিনিয়র সাংবাদিক মলয় কুমার নন্দী, কার্ত্তিক দাস, বাংলানিউজ টুয়েন্টিফোর নড়াইল জেলা প্রতিনিধি এম এম ওমর ফারুক প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।

টঙ্গী (গাজীপুর) : জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে স্থানীয় সাংবাদিকরা।

গাজীপুর মহানগরের গাছা থানাধীন বড়বাড়ি বাস স্ট্যান্ডে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। গোলাম রব্বানী নাদিম ৭১ টেলিভিশনের বকশিগঞ্জ সংবাদদাতা হিসেবে কাজ করতেন। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, জামালপুরের বকশীগঞ্জে ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাপ রাব্বানী নাদিমকে প্রকাশ্য পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আমরা জানতে পেরেছি এর পিছনে কলকাঠি নেড়েছেন সাধুপাড়া ইউনিয়নে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সেই সাথে এ ঘটনার সাথে আরও যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাই।

সাংবাদিকরা আরও বলেন, শুধু সাংবাদিক গোলাম রাব্বানীকে নয়, সারাদেশ জুড়ে চলছে সাংবাদিকদের হত্যা। হয়রানিমূলক মামলা, হামলা, অত্যাচারসহ অবিচারের সম্মুখীন হচ্ছে সাংবাদিকরা। অথচ সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক, জাতির আয়না, জাতির চতুর্থ স্তম্ভ। মহান এই পেশারটির সাথে যারা জড়িত তাদের কণ্ঠনালী চেপে ধরার জন্য সারা দেশব্যাপী মেতে উঠেছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি এবং সন্ত্রাসীরা। এদের বিরুদ্ধে প্রশাসন সঠিক উদ্যোগ গ্রহণ না করলে হয়তো আগামী দিনগুলোতে এসব নৈরাজ্য, তাণ্ডব চালাতেও তারা পিছু হাঁটবে না। বিভিন্ন রাজনৈতিক নেতাদের অপকর্ম নিয়ে পত্র-পত্রিকাসহ টেলিভিশনগুলোতে নিউজ প্রকাশিত হয় তাদের বিরুদ্ধে তেমন কোনও ব্যবস্থা নিতে আমরা দেখি না। কিন্তু সাংবাদিকদের বেলায় বিষয়টি অন্য একটু ১৯ থেকে ২০ হলেই তাদেরকে কোনও ধরনের ছাড় দেওয়া হয় না। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়। এমনকি তাদের বাড়িতেও হামলা হয়। অথচ প্রশাসনের চোখ ফাঁকি দেওয়া অপরাধীদের বিভিন্ন অপরাধের চিত্র সাংবাদিক মাধ্যমে উঠে আসে। যেখানে পুলিশ প্রশাসনসহ বিভিন্ন প্রশাসনিক দফতরগুলো সাংবাদিকদের কাজে সহায়তা করার কথা। তাই আসুন সকল ভেদাভেদ ভুলে সকল সাংবাদিক এবং সাংবাদিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আর অপরাধীদের বিরুদ্ধে সাংবাদিকের কলম চলছে এবং চলবেই। এই কলম যারা থামাতে আসবে তাদেরকে একবিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠন আপনাদের পাশে আছে এবং থাকবে।

মানববন্ধন অ্যাসোসিয়েশনের সভাপতির আয়োজনে উপস্থিত ছিলেন- টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো কালিমুল্লাহ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজিব, বশির আলম, মাহবুবুর রহমান জিলানী, টিটন কুমার ঘোষ, শাকিল আহমেদ প্রমুখ।

পিরোজপুর : জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পিরোজপুর জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

শুক্রবার (১৬ জুন) সকালে শহরের টাউনক্লাব সড়কে জেলা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে স্থানীয় সাংবাদিকরা নাদিমের হত্যাকারী সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।

সাংবাদিক নেতারা বলেন, অবিলম্বে সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার সঠিক তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ও জেলা জার্নালিস্ট ক্লাবের সভাপতি জুবায়ের আল মামুন, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি অমিত হাওলাদার, এখন টেলিভিশনের রিপোর্টার ইমন চৌধুরী, মানবধিকার কর্মী মোঃ নূরুল্লাহ আল আমিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কুষ্টিয়া : জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে সাংবাদিকরা।

শুক্রবার (১৬ জুন) সকাল ১০টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে কুষ্টিয়ায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকবৃন্দের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে হত্যাকান্ডে জড়িতদের বিচার না হলে তীব্র আন্দোলনের হুমকি দেয় কুষ্টিয়ার সাংবাদিক নেতারা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি গোলম মওলা, চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, সময় টিভির জেলা প্রতিনিধি এসএম রাশেদ, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধাক্ষ্য এম লিটন উজ জামান, বাংলাভিশন টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, নিউজ টুয়েন্টিফোরের ষ্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, দৈনিক সাগরখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মহাম্মদ আলী জোয়ার্দ্দার, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, বাংলাদেশ বেতারের প্রতিনিধি দেলোয়ার মানিক, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, বাংলানিউজ টুয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জাহিদ হাসান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে আর কত সাংবাদিকরা হত্যার স্বীকার হবে? গুটি কয়েক সন্ত্রাসীদের কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। আজ পর্যন্ত সাংবাদিকদের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় একের পর এক সাংবাদিকরা হত্যার স্বীকার হচ্ছে। জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবী জানান তারা। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠিন শাস্তির দাবি জানান তারা।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ