নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বরিশাল সরকারি কলেজের ৭৩ নম্বর ভোটকেন্দ্রে ইভিএম মেশিন অকেজো হয়ে পাঁচ নম্বর বুথে ভোট গ্রহণ বন্ধ রয়েছে।
সোমবার (১২ জুন) সকাল পৌনে ১০টা থেকে ইভিএম অকেজো হয়ে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। এ সময় ভোটারদের ভোটকেন্দ্রের সামনে অপেক্ষা করতে দেখা গেছে।
এ প্রসঙ্গে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন দিপু বলেন, আমার কী করার! মেশিনে সমস্যা হলে আমি কী করব? সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
সরেজমিনে দেখা যায়, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বরিশাল সরকারি কলেজের ৭৩ নম্বর ভোটকেন্দ্রে প্রায় ১ ঘণ্টা ধরে ৫ নম্বর বুথটি বন্ধ রয়েছে। এই কেন্দ্রে মোট ৬টি বুথ রয়েছে। এর মধ্যে শুধু ১ ও ২ বুথে ভোট দিতে দেখা গেছে। বাকি বুথগুলো ফাঁকা।
বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু, টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আলী হোসেন হাওলাদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ