ডেঙ্গুতে আগস্ট মাসের ৩০ দিনে মারা গেছেন ৩০ জন। এছাড়া চলতি বছরের ৮ মাসে দেশে এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু উভয় দিক থেকেই চলতি আগস্ট মাস ছিল ভয়াবহ।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আজ সোমবার, ৩০ আগস্ট এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি বছর এ পর্যন্ত ১০ হাজার ৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু আগস্ট মাসের ৩০ দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৪৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
অন্যদিকে, চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসের ৩০ দিনে মারা গেছেন ৩০ জন। তার আগের মাস জুলাইতে ১২ জন মারা গেছেন। জুলাই মাসেই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ছিল ২ হাজার ২৮৬ জন। এ ছাড়া আগের মাস জুনে ২৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৩৩ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালেই ভর্তি হয়েছেন ২১৩ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২০ জন। অর্থাৎ ঢাকার বাইরেও বাড়ছে ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৪ জন। এ ছাড়া অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৪৬ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর এ পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯০ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ হাজার ৮৯৫ জন।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ