সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে অংশ নেয়া চার্জশিটভুক্ত আসামি কালুকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০২ জুন) দিবাগত রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহযোগিতায় রাঙ্গুনিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
এ তথ্য নিশ্চিত করে পিবিআই চট্টগ্রাম মেট্রোর সহকারী পুলিশ সুপার নাঈমা সুলতানা বলেন, গতকাল রাতে কালুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারে পর আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, দীর্ঘদিন ধরে সেখানে ছদ্মবেশে ছিলেন তিনি। কিলিং মিশনে অংশ নেয়া আরেক আসামি মুসার সঙ্গে ছিলেন তিনি। মোটরসাইকেল থেকে মিতুকে লক্ষ্য করে গুলি করেছিল সে।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ