ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

শিগগিরই সাড়ে চার হাজার চিকিৎসক নিয়োগ

প্রকাশনার সময়: ২৯ আগস্ট ২০২১, ২১:০৪

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ এবিএম খুরশীদ আলম বলেছেন, সারাদেশে হাসপাতালগুলোতে জনবল সংকট রয়েছে। শিগগিরই আরো সাড়ে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে এ সমস্যার সমাধান করা হবে।

রোববার কুড়িগ্রামে জেনারেল হাসপাতাল পরিদর্শন ও সিভিল সার্জন অফিসে জেলার স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

এসময় তার সঙ্গে রংপুর মহাখালি স্বাস্থ্যবিভাগের পরিচালক ডা: মিজানুর রহমান, রংপুর বিভাগীয় পরিচালক ডা: মোতাহারুল ইসলাম, ঢাকাস্থ পরিচালক ডা: নাজমুল ইসলাম, কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিয়ম শেষে ভ্যাকসিন প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, ভ্যাকসিন সংগ্রহ ও পাওয়াটা আমাদের ইচ্ছার ওপর নির্ভর করে না। এ বিষয়ে আন্তর্জাতিক যে রাজনীতি তার উপর নির্ভর করে। টিকা পাওয়া সাপেক্ষে আমরা দ্রুততম সময়ে দেশের সকলকে টিকার আওতায় আনব।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের দুর্নীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্নীতি সমূলে উৎপাটনের ঘোষণা দিয়ে তিনি বলেন, এগুলো খতিয়ে দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ