ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জোটবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহবান ফখরুলের 

প্রকাশনার সময়: ২৯ আগস্ট ২০২১, ২০:০৭

‘জোটবদ্ধ’ হয়ে আন্দোলনে সবাইকে রাস্তায় নামার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, রাজপথে আন্দোলনের বিকল্প নেই। এটা কেবল রাজনৈতিক দল বিএনপি নয়, শুধু বিরোধী দলগুলো নয়, সবাইকেই রাস্তায় নেমে আসতে হবে। দেশবিরোধী শক্তিকে সরাতে হলে অবশ্যই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

রোববার জাতীয় প্রেসক্লাবে শত নাগরিক জাতীয় কমিটির উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সদ্যপ্রয়াত সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের স্মরণসভায় তিনি এ কথা বলেন।

স্মরণসভায় আরো বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন, অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক লুৎফর রহমান, এবিএম ওবায়দুল ইসলাম, শামসুল আলম, কামরুল আহসান, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, এলাহী নেওয়াজ খান সাজু, মো. বাকের হোসাইন, সৈয়দ আবদাল আহমেদ, শত নাগরিক কমিটির সদস্য সচিব কবি আবদুল হাই শিকদার, ডিইউজে (একাংশ) সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, ভবিষ্যৎ বংশধরদের সত্যিকার অর্থেই একটা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ দিতে চাইলে আমাদের সবাইকে জোটবদ্ধ ও ঐক্যবদ্ধ হতে হবে। আজ যারা এখানে আছেন সুধীজন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সংবাদসেবী- প্রত্যেকেই আক্রান্ত হচ্ছেন। কেউ বাদ পড়ছেন না। সুতরাং সবাইকে নেমে আসতে হবে।

তিনি বলেন, সরকার সবকিছুকে তছনছ করে দিয়েছে। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ছেলেরা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গেছে তাদের একজন সহকর্মীর মুক্তির জন্য। সেখানে ছাত্রলীগ তাদের ওপর নির্মমভাবে আঘাত, অত্যাচার, নির্যাতন করেছে। কয়েকদিন আগে জিয়াউর রহমানের মাজারে আমাদের মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত নেতাকর্মীরা ফুল দিতে গেল। সেদিনও কোনো ধরনের উসকানি ছাড়াই, কোনো রকম ঘটনা ছাড়াই হামলা করল। তারা ৪২ জন নেতাকর্মীকে আহত করেছে। সেদিন আমান উল্লাহ আমান, আমিনুল ইসলামসহ প্রায় ৬২ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছিলেন।

তিনি আরো বলেন, আপনারা দেখছেন, প্রতি মুহূর্তে যেই একটু কথা বলছে, মতের সঙ্গে মিল না হলে তাদের প্রতি তারা চড়াও হচ্ছে। তাকেই আক্রমণ করছে। তারা একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

খন্দকার মুস্তাহিদুর রহমানের স্মৃতিচারণ করে ফখরুল বলেন, খন্দকার মুস্তাহিদরা সব সময় জন্মান না। এটাই বাস্তবতা। এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে আমাদের খুব দরকার ছিল। আমরা একটি ভয়াবহ সময় অতিক্রম করছি।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ