ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

আফগানিস্তান থেকে দেশে ফিরলেন আরও ৩ বাংলাদেশি

প্রকাশনার সময়: ২৯ আগস্ট ২০২১, ১৬:০৯

সম্প্রতি তালেবানরা আফগানিস্তান দখল করে নেওয়ার পর ধীরে ধীরে দেশটিতে সহিংসতা বেড়ে চলছে। এ অবস্থায় আফগানিস্তানে থাকা আরও ৩ বাংলাদেশি দেশে ফিরেছেন।

এদিকে কাবুলে থাকা বাকি তিন বাংলাদেশি কর্মী নিরাপদে আছেন। তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

আফগানিস্তান থেকে আন্তর্জাতিক সেনা প্রত্যাহার শুরুর পর পর দেশটিতে ধীরে ধীরে সহিংসতার পরিপ্রেক্ষিতে ব্র্যাক তার কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করে।

আফগানিস্তানে কর্মরত কর্মীদের ঝুঁকি নিরসন করে তাদের সুরক্ষা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক ইন্টারন্যাশনাল। এ তথ্য জানিয়েছেন ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক শামেরান আবেদ।

দেশটির দশটি প্রভিন্সে প্রায় তিন হাজার ব্র্যাক কর্মী নিয়োজিত, যাদের মধ্যে ১২ জন বাংলাদেশি কর্মরত ছিলেন। তাদের ছয়জন দেশটি থেকে আগেই ফিরে আসেন।

বাকি ৬ জনের মধ্যে বিশেষ ব্যবস্থায় আজ শনিবার (২৮ আগস্ট) আরো ৩ জন ব্র্যাককর্মী বাংলাদেশে ফিরে আসেন। তারা গত ২২ আগস্ট কাবুল ত্যাগ করেন এবং সেখান থেকে কাজাকিস্তানে গিয়ে অবস্থান করছিলেন। আজ কাজাকিস্তান থেকে ভোর ৫টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দেশে পৌঁছান।

এছাড়াও ব্র্যাকের অপর ৩ বাংলাদেশি কর্মী এখনো কাবুলে অবস্থান করছেন। তারা নিরাপদে আছেন। কাবুল থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বিঘ্নিত হওয়ায়, পূর্ব নির্ধারিত ফ্লাইটের সময়সূচিতে ব্যাঘাত ঘটে। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য ব্র্যাক সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ