ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

একদিনে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

প্রকাশনার সময়: ২৮ আগস্ট ২০২১, ২২:৫০ | আপডেট: ২৮ আগস্ট ২০২১, ২২:৫৫

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু, ফার্মগেটে বাসের ধাক্কায় প্রাণ গেল ক্রিকেটারের ও পল্লবীতে পিকআপ ভ্যানের চাপায় শিশু নিহত হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক পার হওয়ার সময় বাসচাপায় দুই পথচারী, বরিশালে মোটরসাইকেল চালক, নোয়াখালীতে অটোরিকশা চালক, নরসিংদীতে মোটরসাইকেল আরোহী, বাগেরহাটে নারী, কেরানীগঞ্জে সিএনজিচালক ও চট্টগ্রামে বৃদ্ধ নিহত হন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা : রাজধানীর ফার্মগেটে বেপরোয়া গতির বাসের ধাক্কায় ক্রিকেটার শহীদুল ইসলাম নীরব (৩২) প্রাণ হারিয়েছেন। তিনি কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের ক্রিকেটার ছিলেন।

শুক্রবার রাতের এ ঘটনায় ঘাতক বাসটি আটক করলেও পালিয়ে গেছেন চালক ও তার সহযোগী।

এদিকে শনিবার সকালে পল্লবীতে পিকআপ ভ্যানের ধাক্কায় সায়েম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অপরদিকে যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় শেফালী বেগম (৫০) নামে এক নারী মারা যান।

নারায়ণগঞ্জ : সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় শনিবার বেলা ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারী পথচারী নিহত হয়েছেন। নিহত দু’জন হলেন আবদুল বারেকের স্ত্রী আমেলা খাতুন (৭০) ও ফজলুল রহমানের স্ত্রী নুরজাহান (৬৫)। তারা দু’জনই কুমিল্লার মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকা পার হওয়ার সময় এশিয়া এয়ারকন নামের যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমেলা ও নুরজাহানের মৃত্যু হয়। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

বরিশাল : গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের বড়বাড়ি বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক হাফেজ মো. নুরুল ইসলাম মোল্লা (৫৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি পশ্চিম শাওড়া গ্রামের মৃত মোহাম্মদ মোল্লার পুত্র। আগৈলঝাড়া থানা পুলিশ কার্ভাডভ্যানটি পয়সারহাট নামক এলাকা থেকে আটক করেছে।

নোয়াখালী : একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। নিহতের নাম আবদুর রহিম (৪০)। তিনি শহরের চন্দ্রপুর এলাকার জয়নাল আবদিনের ছেলে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে শহরের মাইজদী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে সোনাপুরগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান মাইজদী বাজার পার হওয়ার সময় যাত্রীর জন্য দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং অটোরিকশাচালক আবদুর রহিম ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে সুধারাম থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও কাভার্ডভ্যানটি জব্দ করে।

নরসিংদী : শিবপুরে বাসচাপায় মাসুদুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার পচারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদুর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ছোটবিনাইচর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে।

পুলিশ জানায়, কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে শনিবার ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে পাঁচটি মোটরসাইকেলে রওনা দেন মাসুদুরসহ তার ১০ বন্ধু। পথে শিবপুরের পচারবাড়ী এলাকায় এলে এক পথচারীকে বাঁচাতে গিয়ে সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে যান মাসুদুর। এ সময় বিপরীত দিক থেকে ইটাখোলাগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাগেরহাট : রূপসা-বাগেরহাট সড়কে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। শনিবার সকালে রূপসা উপজেলা টিএসবি ইউনিয়নের পাঁচানী কলোনি মোড়ে মঞ্জিরা বেগম (৬৫) নামে মানসিক ভারসাম্যহীন নারী রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা ইটবোঝাই একটি ট্রলি তাকে ধাক্কা দিলে ট্রলিটির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর ট্রলিটি রেখে চালক পালিয়ে যায়।

কেরানীগঞ্জ : জিনজিরা-নবাবগঞ্জ সড়কের গোয়ালখালি এলাকায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চুন্নু মিয়া (৩৭) নামে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চুন্নু কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের লাখিরচর গ্রামের মো. সইনুদ্দীনের ছেলে। সৌদিপ্রবাসী চুন্নু করোনা পরিস্থিতির কারণে সৌদি আরব ফিরতে না পেরে অটোরিকশা চালানো শুরু করেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি রোহিতপুর থেকে নবাবগঞ্জের দিকে যাচ্ছিল আর একটি ট্রাক ঢাকার দিকে ফিরছিল। অটোরিকশা এবং ট্রাক গোয়ালখালী এলাকায় পৌঁছলে সড়ক সংস্কারের জন্য ফেলে রাখা পাথরের কারণে অটোরিকশাটি পিছলে সড়কের প্রায় মাঝ বরাবর চলে যায়। এ সময় ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশা চালকের মৃত্যু হয়।

চট্টগ্রাম : হাটহাজারী থানার মাটির মসজিদের সামনে রাস্তা পারাপারের সময় মো. জিয়াবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জিয়াবুল হোসেন একই থানার দক্ষিণ মীরেরখিল এলাকার মৃত দানু মিয়ার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপসহকারী পরিদর্শক বলেন, রাস্তা পারাপারের মো. জিয়াবুল হোসেন নামে এক বৃদ্ধকে মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। বিকেল ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লরির সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন। শনিবার উপজেলার কদমরসুল এলাকায় দুপুর ১২টায় এই দুর্ঘটনা ঘটে।

এদিকে দুই গাড়ির সংঘর্ষে মহাসড়কের উপর দুমড়েমুচড়ে উল্টে যায় লরিটি। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রাস্তার উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন শত শত দূরপাল্লার যাত্রী।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ