কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গুলজার হোসেন (৬০) নামে পিলখানা বিদ্রোহের এক আসামির মৃত্যু হয়েছে।
শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গুলজারকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী রিপন বলেন, তিনি পিলখানা বিদ্রোহের আসামি ছিলেন। ভোরে কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক সকাল ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ