ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ডিসেম্বরের মধ্যে সাত কোটি মানুষকে টিকা 

প্রকাশনার সময়: ২৮ আগস্ট ২০২১, ১৭:৫২ | আপডেট: ২৮ আগস্ট ২০২১, ১৭:৫৪

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধক টিকার যে চুক্তি হয়েছে। সেগুলো যদি ঠিক সময় মতো চলে আসে তাহলে আমরা আগামী ডিসেম্বরের মধ্যে সাত কোটি লোককে টিকা দিতে সক্ষম হবো।

শনিবার ( ২৮ আগস্ট) বেলা সাড়ে ৩ টার সময় মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ছাত্রলীগের আয়োজনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাহিদ মালেক বলেন, সবকিছু ঠিক থাকলে সামনের চার মাসের মধ্যে আমরা সাত কোটি মানুষকে করোনা টিকা দিতে সক্ষম হবো।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা গ্রামে গঞ্জে বেশি টিকা দেওয়ার পরিকল্পনা করেছি। কারণ গ্রামের লোকেরা টিকা কম পেয়েছে। পঞ্চাশোর্ধ্ব লোকের মৃত্যু প্রায় ৯০ শতাংশ। আমরা তাদেরকে আগে টিকা দিবো। তাদেরকে সুরক্ষিত করতে হবে। পরে আমরা সবাই টিকা পাবো।

জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমনের সভাপতিত্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমূর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম ও জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ