ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে কী বলছেন নেতারা? 

প্রকাশনার সময়: ২৮ আগস্ট ২০২১, ১৭:১৭ | আপডেট: ২৮ আগস্ট ২০২১, ১৮:০১

মহামারি করোনাভাইরাসের জন্য দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এর আগে ছুটির মেয়াদ বার বার বাড়ানো হলেও নির্দিষ্ট সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি। তবে কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান? এমন প্রশ্ন এখন সবার মনে।

গত এক সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার দলীয় লোক ও বিএনপি নেতাদের ভিন্ন ভিন্ন বক্তব্য সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার ক্রমান্বয়ে কমছে। এ ধারা অব্যাহত থাকলে শিগগিরই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে খোলা হবে ধাপে ধাপে।’

করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে স্কুল-কলেজ খোলার ঘোষণা দিয়ে একদিনের ব্যবধানে তিনি নিজেই আবার বলেছেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তাকে আমরা আগে অগ্রাধিকার দেবো।’

সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্র-ছাত্রীদের জীবন বাঁচাতেই সরকার করোনার এই সংকটে বন্ধ রেখেছে শিক্ষাপ্রতিষ্ঠান। তাদের জীবন যদি না থাকে তাহলে শিক্ষিত হয়ে কী হবে? তাই আগে শিক্ষার্থীদের জীবন বাঁচাতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

এ প্রসঙ্গে কাদের আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর বিশ্ববিদ্যালয় ঘিরে একটি গোষ্ঠী অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে।’

তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, 'তাহলে সেজন্য তারা এতোদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে। অর্থাৎ করোনার কারণে নয়, শিশুদের নিরাপত্তার কারণে নয়, আন্দোলনকে ঠেকানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে, এটাই প্রমাণিত হয়েছে তার কথায়।'

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘করোনা নয়, আন্দোলনের ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার।’

শনিবার (২৮ আগস্ট) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এসয় তিনি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ