ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

রাজধানীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত ৩

প্রকাশনার সময়: ২৮ আগস্ট ২০২১, ০৭:০১

রাজধানীর মিরপুরে সেলিনা হাসপাতালের সামনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিন যুবক গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন- মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মো. সোহান, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মো. রিয়ান এবং আরেকটি প্রতিষ্ঠানের গার্ড মো. ইমন।

শুক্রবার (২৭ আগস্ট) রাত নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) জরুরি বিভাগে নেয়া হয়েছে।

আহতের বন্ধু রাশেল জানান, আমরা দারুস সালামের সেলিনা হাসপাতালে গলি এলাকায় যাওয়া মাত্রই সোহানুর রহমান সোহান, ইমন, পাশা, রায়হান, সাকিবসহ ৮ থেকে ১০ জন কোনো কিছু বোঝার আগেই আমাদের উপর হামলা চালায়। পরে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢামেকে নেয়া হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে।

তিনি জানান, আহতদের শরীর, গলা ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। কী কারণে তাদের উপর হামলা চালানো হয়েছে এ বিষয়ে আমরা কিছু জানি না। আহত ইমনের বাসা দারুস সালাম বড় মসজিদের পাশে হাকিম প্লাজা। বাবার নাম মজনু মিয়া। রিয়ানের বাসা মিরপুরেই, বাবা আব্দুল হান্নান। মোহাম্মদ সোহানের বাসা দারুস সালামের লালকুঠি এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দারুসসালাম এলাকায় তিন যুবক আহত হয়েছেন। তাদের শরীরে জখমের চিহ্ন রয়েছে। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ