ঢাকা, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১, ২৫ রবিউস সানি ১৪৪৬

ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন ত্ব-হা: রংপুর ডিবি

প্রকাশনার সময়: ১৮ জুন ২০২১, ১৭:৪৫ | আপডেট: ১৮ জুন ২০২১, ১৭:৫৫

গত এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন দেশের আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। ইসলামি এই বক্তার দ্রুত সন্ধান করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অবশেষে নিখোঁজের আট দিনের মাথায় রংপুরে তার প্রথম স্ত্রীর শশুর বাড়ি থেকে উদ্ধার করা হয় তাকে।

তবে কারা তাকে তুলে নিয়েছে তা জানতে ডিবি অফিসে আবু ত্ব-হাকে জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলন করছে রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সংবাদ সম্মেলনে বলা হয়, নিখোঁজ ত্ব-হা মুহাম্মদ আদনান ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন।

শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে রংপুর ডিবি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে আবু ত্ব-হাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর সন্ধান মিলেছে রংপুরের আলোচিত বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের।

শুক্রবার দুপুরে তার শ্বশুরের বাসায় তাকে পাওয়া যায়।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বিকাল ৩টার দিকে তাকে রংপুর নগরের আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টার পাড়ার শ্বশুরবাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিশ।

নয়া শতাব্দী/ এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ