সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। শুক্রবার দুপুরে সদরঘাট ফুটওভার ব্রিজের নিচে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি করা হয়।
সমাবেশে নেতারা বলেন, লকডাউন শেষে রাজনৈতিক ছত্রছায়ায় স্বার্থান্বেষী মহল সিটি করপোরেশনের নামে ফুটপাতে চাঁদাবাজি করছে। এ চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এ চাঁদাবাজদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন-সংগ্রাম গড়ে তুলবে হকার্স ইউনিয়ন।
বাংলাদেশ হকার্স ইউনিয়নের নির্বাহী সদস্য আনিছুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে এ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, ট্রেড ইউনিয়ন নেতা সাইফুল ইসলাম সমীর, সংগঠনের কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার, আফসার আলী, শাহিনা আক্তার, রাকিব হোসেন, দ্বীন ইসলাম, আদু মিয়া প্রমুখ।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ