ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

দেশে দুই বিচারককে তালেবান ও জঙ্গি পরিচয়ে হুমকি

প্রকাশনার সময়: ২৮ আগস্ট ২০২১, ০১:০২
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিনকে বোমা মেরে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে জঙ্গি সংগঠন। তাকে হত্যায় ব্যর্থ হলে ঘনিষ্ঠ স্বজনের ছেলেকে জবাই করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

অন্যদিকে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলীকে ডাকযোগে চিঠি পাঠিয়ে তালেবান পরিচয়ে হুমকি দেয়া হয়েছে। চিঠির প্রেরকের জায়গায় আশরাফ আলী নামে এক ব্যক্তির পরিচয় লেখা।

পৃথক দুই ঘটনায় বিচারকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন তারা।

শুক্রবার উড়ো চিঠিতে হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন।

অন্যদিকে বৃহস্পতিবার জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলীকে ডাকযোগে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।

টাঙ্গাইল আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার একটি খামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিনের কাছে একটি চিঠি আসে। সেখানে প্রেরকের স্থানে জুবায়ের রহমান লেখা রয়েছে।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন বলেন, চিঠিটি পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়া তিনি ও তার পরিবারের লোকজন বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছেন।

কী রয়েছে সেই চিঠিতে?

চিঠিতে উল্লেখ করা হয়, ‘আমি জঙ্গি সংগঠনের লোক। তাই জীবনে চলার পথে অনেক অন্যায় কাজ করেছি, এমনকি এখনো করি। আমরা যখন যাকে টার্গেট করি তখন তাকে ছলে বলে কৌশলে হত্যা করি। এটাই আমাদের পেশা। এবার আপনাকে হত্যা করার পালা। কারণ আপনি নারী ও শিশু কোর্টে আসার পর থেকে এখন পর্যন্ত অনেক বড় ধরনের মামলার রায় দিয়েছেন। তাতে আমাদের লোকজনের বড় ধরনের ক্ষতি হয়েছে। তাই আল্লাহর দোহাই দিয়ে বলছি যদি নিজের জীবনের প্রতি মায়া থাকে তাহলে টাঙ্গাইল থেকে বদলি হয়ে চলে যান। যদি কথা না শোনেন আপনাকে হত্যা করতে বাধ্য হব। আর আমাদেরকে যারা সহযোগিতা করতেছে তারা কয়েকজন আইনজীবী, এমনকি জজ কোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্ট এর স্টাফদের সমন্বয়ে।’

এ সময় চিঠিতে হত্যার দুটি নমুনা দেওয়া হয়। তা হলো- ‘অফিস থেকে বাসা এর মধ্যে আসা যাওয়ায় পথে আপনার গাড়িতে বোমা নিক্ষেপ করা হবে। অফিস চলাকালীন সময়ে লোকজনের ভিড়ের মধ্যে গিয়ে আপনার এজলাসে বা খাসকামরা এর মধ্যে বোমা নিক্ষেপ করা হবে।’

বিষয়টি র‌্যাব কীভাবে দেখছেন?

র‌্যাব-১২ সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, র‌্যাবের সব টিম বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ব্যাপারে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, বিচারক খালেদা ইয়াসমিন আমাদের বিষয়টি জানিয়েছেন।

বিষয়টি গুরুত্বসহকারে দিয়ে দেখা হচ্ছে। বিচারক খালেদা ইয়াসমিন ও তার পরিবারের লোকজনদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া তা আসা-যাওয়ার পথে এবং আদালতের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

জয়পুরহাটে তালেবান গোষ্ঠী পরিচয়ে হুমকি

অন্যদিকে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলীকে ডাকযোগে চিঠি পাঠিয়ে হুমকি দেয়া হয়েছে। সে চিঠিতে লেখা রয়েছে, ‘রোস্তম আলী, প্রথমে রহিল আমাদের ছালাম। পরকথাঃ আমরা তালেবান গোষ্ঠী। আফগানিস্তানের মত অতি শিগগিরই বাংলাদেশ দখল হবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত শিবির; এদের আমরা পছন্দ করি না। তালেবানরা অন্যায়ের পক্ষে নয়, ন্যায়ের পক্ষে বাংলাদেশ চলবে তালেবানের অধীনে বিচার আচার হবে কোরান সুন্না অনুযায়ী। প্রতিটি গ্রামের বিচার গ্রামেই হবে এজন্য সরদার নিয়োগ হবে। বাদী বিবাদীকে ডাকিয়া মামলা আপোস করার ব্যবস্থা করিবেন মহত্তে¡র কাজ। কথায় কথায় মেয়েরা মামলা করে এদের প্রশ্রয় দিবেন না। তালেবান রাষ্ট্র নেয়ার পর নারী অধিকার খর্ব করা হবে। বেপরোয়াভাবে নারীরা চলতে পারবে না।

এ বিষয়ে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, একটি কুচক্রী মহল জনগণের মাঝে বিভ্রান্ত ছড়ানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনা ঘটাতে পারে। বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত করে দোষীদের আমরা খুঁজে বের করব।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ