দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ১১৭ জন।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাটি আগের দিনের চেয়ে বেশি হলেও কিছুটা স্বস্তি দিচ্ছে অন্য একটি তথ্য। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল আটটায় সারাদেশে যত মানুষ নমুনা পরীক্ষা করিয়েছেন, তাদের মধ্যে শনাক্তের হার ১২ দশমিক ৭৮ শতাংশ। এই হার গত ৯ জুনের পর সর্বনিম্ন। সেদিন শনাক্তের হার ছিল ১২ দশমিক ৩১ শতাংশ।
আগের দিন স্বাস্থ্য অধিদপ্তর ১০২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল যা দুই মাসে ছিল সর্বনিম্ন।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫২৫ জনের দেহে। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৫৭৮ জনের।
এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জন।
নয়া শতাব্দী/এসইউ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ