ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

৯৯৯ নম্বরে ফোন, চর থেকে ২২ শিক্ষার্থীকে উদ্ধার

প্রকাশনার সময়: ২৮ এপ্রিল ২০২৩, ০৭:১০
ছবি: সংগৃহীত

চাঁদপুরে মেঘনা নদীর পশ্চিমে বাহেরচরে ভ্রমণে গিয়ে ঝড়ো হাওয়ার কবলে আটকা পড়েছিলেন ২২ শিক্ষার্থী। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাদেরকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ১০টায় কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, উদ্ধার হওয়া শিক্ষার্থীরা বিকেলে মেঘনা নদীর পশ্চিমে বাহেরচর পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়ে সন্ধ্যায় বৈরি আবহাওয়া কারণে আটকে পড়েন। পরবর্তীকালে ৯৯৯ নম্বরে খবর পেয়ে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে নিরাপদে উদ্ধার করে। তাদের মেঘনার পশ্চিম পাড়ে এনে পরিবারের কাছে পাঠানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাত ৮টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুরের কন্টিনজেন্ট কমান্ডার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে চাঁদপুর জেলার মেঘনা নদীর বাহেরচর থেকে ২২ জন শিক্ষার্থীকে উদ্ধার করে কোস্টগার্ড।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ