ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

বাবুল ও ইলিয়াসসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

প্রকাশনার সময়: ২৬ এপ্রিল ২০২৩, ১৩:০৪
ছবি : সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেছে ধানমন্ডি থানা পুলিশ।

চার্জশিটভুক্ত অপর ৩ আসামিরা হলেন বাবুলের বাবা আবদুল ওয়াদুদ মিয়া, ভাই মো. হাবিবুর রহমান লাবু ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।

আসামিদের মধ্যে বাবুল কারাগারে এবং তার বাবা ও ভাই জামিনে রয়েছেন। বিদেশে রয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন।

ধানমন্ডি থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম গত ১৯ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

তদন্ত কর্মকর্তা ইলিয়াস হোসেনকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিতে আদালতে আবেদন করেন।

আগামীকাল বৃহস্পতিবার (২৭ এপ্রির) মামলার অভিযোগ পত্র আদালতে পেশ করা হবে।

মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য ছড়ানোর অভিযোগে গত বছরের ২৭ সেপ্টেম্বর পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ধানমন্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে বাবুলসহ ৪ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ