করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন কর্মসূচির আওতায় বুধবার ভ্যাকসিন নিয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৫৬২ জন মানুষ। এরমধ্যে প্রথম ডোজ রয়েছে ২ লাখ ৯৯ হাজার ২১৫ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ৬৪৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ভ্যাকসিন বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুরুর পর থেকে দেশে এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ২ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ৩৫৮ ডোজ। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৩৯৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭২ লাখ ১ হাজার ৯৬৪ জন।
শুধু বুধবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ১ হাজার ৮০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩০ হাজার ৪০২ জন। ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৪১ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৫৫ জনকে। সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৯১ হাজার ৩৩৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৪৭৯ জন। মডার্নার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ হাজার ৬৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫৭ হাজার ৬১১ জনকে।
রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়। গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।
নয়া শতাব্দী/এসইউ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ