ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ঢাকা মেডিকেলে ২ বন্দীর মৃত্যু

প্রকাশনার সময়: ১৬ এপ্রিল ২০২৩, ১৩:১১
ছবি : সংগৃহীত

বিডিআর বিদ্রোহ মামলার আসামি (হাজতি) শমসের আলী (৬২) ও কয়েদি রুহুল আমিন ওরফে মুকুল হোসেন (৫৪) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আমিনুর রহমান।

তিনি জানান, হাজতি শমসের আলীকে শারীরিক অসুস্থতার জন্য কারাগার থেকে শনিবার (১৫ এপ্রিল) সকালে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নতুন ভবনের ৬ষ্ঠ তলার ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়। তার হাজতি নম্বর-১২৩৪৩/২০। তিনি সাবেক বিডিআর সদস্য ছিলেন। শমসের আলী দিনাজপুরের বিরল উপজেলার বামনগাও গ্রামেন হাবিবুর রহমানের ছেলে।

এদিকে কয়েদি রুহুল আমিন ওরফে মুকুল হোসেনকে শারীরিক সমস্যার কারণে শনিবার সন্ধ্যায় ঢামেক হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা পর রাত ৮টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। তার কয়েদি নম্বর- ৯০৩১/এ। তিনি রাজধানীর দক্ষিণখানের আশকোনা হজক্যাম্প এলাকার মৃত ওবায়েত উল্যার ছেলে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ