ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ডিজিএফআই’র সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার সুপারিশ

প্রকাশনার সময়: ২৬ আগস্ট ২০২১, ০০:২১

ডিজিএফআই’র টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো, মানবসম্পদ এবং কারিগরি সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (২৫ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, মাল্টিপারপাস ১৩ তলা একটি ভবন নির্মাণ, নিরাপত্তা সফটওয়্যার, ফুল হিউম্যান বডি স্ক্যানার, পত্রিকা ও পাঠ্যপুস্তক স্ক্যানার, থ্রিজি ও ফোরজি ট্র্যাকারসহ ডিজিএফআই’র সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালে একটি প্রকল্প নেওয়া হয়। এক হাজার ২৬৭ কোটি ৯৫ লাখ টাকার প্রকল্পের মেয়াদ জুন ২০২৩ পর্যন্ত নির্ধারিত রয়েছে।

প্রকল্পের আওতায় বেশকিছু যন্ত্রপাতি ক্রয় করা হলেও ভবন নির্মাণের অগ্রগতি তুলনামূলক কম। কার্যপত্রে দেখা গেছে, এ পর্যন্ত ভবনের ফাউন্ডেশন এবং বেজমেন্ট নির্মাণের পাইলিং কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে বেজমেন্ট নির্মাণের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী, ভবনের চারটি বেজমেন্ট নির্মাণের কথা রয়েছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটি বৈঠকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের অবসরের বয়সসীমার ক্ষেত্রে তিন বাহিনীর পদক্রমের সমতার প্রস্তাবনায় সম্মতি প্রদান করে।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান এবং নাহিদ ইজাহার খান অংশগ্রহণ করেন।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ