৯৯৯-এ খবর পাওয়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে লিফটে আটকেপড়া সাতজনকে উদ্ধার করেছে কুর্মিটোলা ফায়ার স্টেশনের সদস্যরা।
বুধবার রাজধানীর মাটিকাটা এলাকার একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- আবিদা জামান (২০), শাহানা জামান (৪০), সোনিয়া জামান (২৫), রাশিদা জামান (৩০), সামিউল আলম (১৪), ইয়াছিন ছাবিদ (১৬) ও লাবু (২২)। তারা সুস্থ আছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, বুধবার সকাল ১১টার দিকে ক্যান্টনমেন্ট মাটিকাটা ১৩৪/১, অন লাইন, লেক ক্যাসেলের ১১তলা ভবনে লিফটে আটকে পড়েন সাতজন। এরপর প্রতিবেশী ও নিরাপত্তাকর্মীরা আটকেপড়াদের উদ্ধার করতে না পেরে ৯৯৯-এর মাধ্যমে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে অত্যাধুনিক যন্ত্র হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে সাতজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি বলেন, আমাদের সবার উচিত লিফট ব্যবহারে সতর্ক থাকা, নিয়ম মেনে চলা ও নিয়মিত লিফট রক্ষণাবেক্ষণ করা। তাহলে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ