আগামীকাল শনিবার থেকেই মিলবে ঈদযাত্রার অগ্রিম টিকিট। সাধারণত ট্রেনের অগ্রিম টিকিট যাত্রার দিন ধরে সর্বোচ্চ পাঁচদিন আগে বিক্রি শুরু হলেও সেই নিয়ম এখন বদলে যাচ্ছে।
এই নিয়ম চালু হচ্ছে বলে রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে বলা হয়, ১ এপ্রিল থেকে যাত্রার ১০ দিন পূর্বের আন্ত:নগর ট্রেনের টিকেট অগ্রিম হিসেবে বিক্রয় করা হবে।
ঈদের টিকিট প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকেট আগামী ৭ এপ্রিল থেকে ইস্যু করা হবে। এবারের ঈদুল ফিতরের অগ্রিম ও ফেরত যাত্রার (১৭-৩০ এপ্রিল) টিকেট শতভাগ অনলাইনে বিক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কাজেই যাত্রী সাধারণকে নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
রেলওয়ে সূত্র বলছে, সময় পরিবর্তনের সিদ্ধান্ত সমন্বয়ের জন্য ১ এপ্রিল ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত যাত্রার অগ্রিম টিকেট বিক্রি করা হবে। পরদিন ২ এপ্রিল থেকে নতুন নিয়মে ১০ দিনের অগ্রিম টিকিটের ব্যবস্থা কার্যকর হবে।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ