ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

শুক্রবারের বাড়তি চাহিদায় দাম বেড়েছে ব্রয়লার মুরগির

প্রকাশনার সময়: ৩১ মার্চ ২০২৩, ১৭:২৮

গেল সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ব্রয়লার ও সোনালি মুরগির দাম ৪০ থেকে ৫০ টাকা কম থাকলেও। শুক্রবারের বাড়তি চাহিদায় কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। তবে, কমেছে বেগুন ও শসার দাম। গরু ও খাসির মাংসে খুব বেশি হেরফের নেই। প্রায় অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, তেলসহ অন্য সব নিত্যপণ্যের দাম।

শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর খিলগাঁও তালতলা বাজারে সরেজমিন দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকা কেজি। আর সোনালি মুরগির দাম ৩২০ থেকে ৩৪০ টাকা কেজি। বাজারে ফার্মের মুরগির ডিমের ডজন ১৩০ থেকে ১৩৫ টাকা। আগের চড়া দরেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। গরু ৭৫০ থেকে ৮০০ এবং খাসির মাংস ১০০০ থেকে ১১০০ টাকা কেজি।

তবে পবিত্র রমজানে কিছুটা কমেছে সবজির চাহিদা। দাম কমেছে বেগুন ও শসার। বেগুন বিক্রি হচ্ছে মানভেদে ৬০ থেকে ৮০ টাকা, পটল, ঢেড়শ ৭০ টাকা। আর শসা ৪০ থেকে ৫০ টাকা কেজি।

বাজারে এখনও চড়া ডাল, চিনি, ছোলা, ভোজ্যতেলের দাম। সরুচাল মানভেদে ৬৫ থেকে ৭৬ আর মোটা চাল ৪৮ থেকে ৫০ টাকা কেজি। বিক্রেতারা বলছেন, বিক্রি কম হলেও চালের দামেও কোনো হেরফের নেই।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ