ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

একদিনে সড়কে ঝড়ল ১০ প্রাণ

প্রকাশনার সময়: ২৪ আগস্ট ২০২১, ২২:৫৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২১, ২৩:০০

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এছাড়া রাজধানী ঢাকায় দু’জন, বরিশালে একজন, চট্টগ্রামে বাইক আরোহী, গাজীপুরে ঘুমন্ত শ্রমিক, মেহেরপুরে শিশু, নওগাঁয় শিশু ও কুমিল্লায় বৃদ্ধা নিহত হন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজবাড়ী : রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম সুজিত চৌধুরী (৩০) ও বিমল রায় (৩১)। তারা নীলফামারী সদর উপজেলার হারাজিত কোপাপাড়া গ্রামের বাসিন্দা।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, একটি মোটরসাইকেলে সুজিত ও বিমল রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়ার ভাঙা ব্রিজের কাছে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পাংশা হাইওয়ে থানার পুলিশ।

ঢাকা : রাজধানীর কদমতলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় দু’জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোরে কদমতলীর মাতুয়াইল এলাকা এবং নতুন আলী বহর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

পুলিশ জানায়, দু’জনেরই বয়স আনুমানিক ৪৫ বছর। তারা দু’জনই পুরুষ। মাতুয়াইল এলাকায় নিহত ব্যক্তির পরনে নীল রঙের প্যান্ট ও প্রিন্টের হাফ শার্ট ছিল। নতুন আলী বহর এলাকায় নিহত ব্যক্তির পরনে ছেঁড়া লুঙ্গি ছিল। কদমতলী থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়।

বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সোয়া একটায় উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের গাইনেরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা মাওয়াগামী বিআরটিসির একটি বাস মহাসড়কের গাইনেরপাড় নামের স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বরিশালগামী বিএমএফ লিয়ন নামের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ আহত লোকজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ তারিক বিন খালিদ জানান, গুরুতর আহত ১১ জনকে বরিশাল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকি ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় বরিশালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন উজিরপুরের বরাকোঠা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির (৭০) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৬০), পটুয়াখালীর গলাচিপার আমখোলা গ্রামের আবদুর রহিম সিকদার (৬০), গৌরনদী সদরের সুমা ঘোষ (২৭), বিআরটিসি বাসের সুপারভাইজার কুষ্টিয়া জেলার নওগাঁ শাবুগিয়া গ্রামের শাহাবুব হোসেন (৩৬), ঝালকাঠির কৃঞ্চখালি গ্রামের আলম হোসেন (৪৫), মুলাদি উপজেলার নাজিরপুর গ্রামের তামান্না আক্তার (২২) ও হনুফা বেগম (২৫), নওগাঁ জেলার শাহাজাতপুর সদরের মুকুল (৩২), আগৈলঝাড়া উপজেলার রতপুর গ্রামের সঞ্জয় দাস (৩০) ও গৌরনদীর বিল্লগ্রাম গ্রামের আনোয়ারা বেগম (৬৫)।

চট্টগ্রাম : চট্টগ্রামে মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে রাতে ঘুরতে বের হয়ে হালিশহর থানার টোল রোডে ট্রাকের ধাক্কায় লাশ হলেন এক যুবক। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন (৩১) হালিশহর আই ব্লকের দুই নম্বর লেনের শাখাওয়াত হোসেনের ছেলে। কাজ করতেন একটি এনজিওতে। দুর্ঘটনার পর রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় তার বন্ধু ও স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর : কালিয়াকৈরের এক পোলট্রি ফিড কারখানায় মঙ্গলবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘুমন্ত এক শ্রমিক নিহত ও অপর একজন আহত হয়েছে। নিহতের নাম আমিরুল ইসলাম (৪৫)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানাধীন কয়রা জঙ্গলপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা জাবেদ বারকি ও পুলিশ জানান, গাজীপুরের কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকাস্থিত সিপি বাংলাদেশ নামের পোল্ট্রি ফিড কারখানার ঠিকাদার হারিছের দুই শ্রমিক মঙ্গলবার ভোররাতে ক্লান্ত হয়ে কাজের ফাঁকে কারখানার একপাশে ঘুমিয়ে পড়েন। এ সময় ভুট্টাবোঝাই একটি ট্রাক কারখানার ভিতরে প্রবেশ করে আনলোডের জন্য পার্ক করার সময় ওই দুই শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়েন। এতে আমিরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত এবং রজব আলী গুরুতর আহত হন। কারখানার কর্মীরা আহত রজব আলীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় তানহা ক্লিনিকে ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করে।

মেহেরপুর : মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের জসিরুল ইসলামের ছেলে হাদিসুর (৫) রাস্তার পাশে খেলা করছিল, হঠাৎ সে রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে যাত্রীবোঝাই একটি পাখি ভ্যান তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ : পত্মীতলায় ইজিবাইকের চাপায় আরিফা খাতুন বন্যা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার মহেশপুর গ্রামের বামইন শাখা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফা একই উপজেলার কাঁটাবাড়ি গ্রামের আনারুল ইসলামের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে অন্য শিশুদের সঙ্গে আরিফা খেলা করছিল। এ সময় দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকটি শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় আরিফাকে উদ্ধার করে ওই ইজিবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসী। অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু হাসপাতালে নেয়ার পথেই শিশুটি মারা যায়।

নিহত শিশুর স্বজনরা জানান, আরিফা তার মায়ের সঙ্গে মহেশপুরে তাদের আত্মীয়ে বাড়িতে বেড়াতে আসে। রাস্তায় একটি বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে এসে তারা শিশুটিকে ইজিবাইকের চাকার নিচে পড়ে থাকতে দেখেন।

কুমিল্লা : ব্রা‏হ্মণপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে খালের পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম আছিয়া বেগম (৬০)। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার কুমিল্লা-মিরপুর সড়কের চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকায় অটোরিকশাটি উল্টে পাশের খালে পড়ে যায়।

নিহত আছিয়া বেগম দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের সুবিল গ্রামের মৃত তারেক মিয়ার স্ত্রী। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের রেনু বেগম (৬০), লাকি আক্তার (২৫), কুলসুম আক্তার (৪২), রোকিয়া বেগম (৬০) ও আবু সুফিয়ান (৪)। তাদের আহত অবস্থায় উদ্ধার করে ব্রা‏হ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আছিয়া বেগমসহ অন্যরা অটোরিকশায় করে উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস গ্রামের এক পীরের দরবার শরিফে যাচ্ছিলেন। বড়ধুশিয়া এলাকায় পৌঁছলে অটোরিকশাটি উল্টে পাশের খালে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার পর সেখানকার চিকিৎসক আছিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ