ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

৬ বছর জেল খেটে বেরিয়ে ফের খুন

প্রকাশনার সময়: ২৪ আগস্ট ২০২১, ২০:৪১

ডাকাতিতে বাধা দেয়ায় ২০১৫ সালে ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজকে হত্যা করেন আবু তাহের (৩৬)। ওই ঘটনায় ৬ বছর জেল খাটার পর তিন মাস আগে জামিনে মুক্তি পেয়ে আবারো খুন করে বসেন কক্সবাজার পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর নুর মোহাম্মদের ছেলে যুবরাজ শাহজাহান সেজানকে (২২)।

এবার তার বিরুদ্ধে অভিযোগ মাদক ব্যবসার বিরোধ। এ ধরনের অন্তত ১০টি মামলার এই আসামিকে গ্রেফতারের পর এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা জানান, এদিন ভোরে সাভারের তেঁতুলঝোড়া থেকে আবু তাহেরকে গ্রেফতার করা হয়। এর আগে গত ১৬ আগস্ট সকাল ১০টায় কক্সবাজার পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর নুর মোহাম্মদের ছেলে শাহজাহান সেজানকে খুন করে তাহের। কথা কাটাকাটির জের ধরে কক্সবাজার বৌদ্ধ বিহারের মাঠে এ ঘটনায় নিহতের পরিবার ১৭ আগস্ট কক্সবাজার সদর থানায় মামলা করেন। ওই মামলার ছায়া তদন্ত শুরু করে সিআইডি।

মুক্তা ধর বলেন, সেজান হত্যা মামলার প্রধান আসামি আবু তাহের নামে তিনটি হত্যা, ডাকাতি ও মাদক মামলাসহ ১০ মামলা রয়েছে। ২০১৫ সালের ২৩ জুলাই ডাকাতির পর পালানোর সময় ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ হোসেনের বাধার মুখে পড়ে আবু তাহের। তখন আবু তাহের কনস্টেবল পারভেজকে ছুরিকাঘাত করে। পরে পারভেজকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসামি আবু তাহের তিন মাস আগে ওই খুনসহ ডাকাতি মামলায় জামিনে মুক্তি পায়।

তিনি আরো বলেন, আসামি আবু তাহের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেজানকে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ