রাজধানীর যাত্রাবাড়ী ও গেন্ডারিয়ার শীর্ষ সন্ত্রাসী আরিফকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার মধ্যরাতে ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার র্যাব-৩ এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, রাজধানীর ডেমরা এলাকায় অবৈধ অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী মো. আরিফ অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল অভিযান চালায়।
এরপর তাকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আরিফ গেন্ডারিয়া এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড পরিচালনার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী এবং গেন্ডারিয়া থানায় মাদক, ডাকাতির প্রস্তুতি ও চুরিসহ আটটি মামলা রয়েছে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ