ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

দেশজুড়ে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী পালন

প্রকাশনার সময়: ১৭ মার্চ ২০২৩, ১৭:১৪ | আপডেট: ১৭ মার্চ ২০২৩, ১৯:১২

টাঙ্গাইল

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমান জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমেদ, উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষে সভাপতি জাফর আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে জনসেবা চত্বর থেকে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। জনসেবা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর

জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জামালপুর জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, জাতীয় শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুব মহিলালীগ, কৃষকলীগ, তাঁতীলীগ, মৎসজীবী লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

শুক্রবার (১৭ মার্চ) সকালে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দর্লীয় কার্যালয় প্রাঙ্গণে প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

চট্টগ্রাম

কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখা।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টায় মেহেদীবাগস্থ চট্টলকুড়ি ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা লায়ন মোহাম্মদ ইমরান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সাজ্জাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, একরাম উল্লাহ চৌধুরী রনি, জাওইদ চৌধুরী, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, তারেকুল ইসলাম ইমু, সৃজন কুমার অপু।

বান্দরবান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা আয়োজন চলছে পার্বত্য জেলা বান্দরবানে।

জন্মদিন উদযাপন উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এরপর পরেই জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন।

মাগুরা

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে (১৭ মার্চ) সকালে নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা- ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডুসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সরকারি বেসরকারি স্তরের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চরভদ্রাসন (ফরিদপুর)

ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদয্পন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকাল সারে ৭টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করে উপজেলা প্রশাসন। পরে ফরিদপুর- ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের পেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন’র পক্ষে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া উপজেলা পরিষদ, চরভদ্রাসন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, চরভদ্রাসন পল্লী বিদ্যুৎ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।

নড়াইল

নানা আয়োজনে নড়াইলে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

শুক্রবার দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান ও সংগঠন আলাদা আলাদাভাবে এর আয়োজন করেছে।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন টার্মিনালে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি শেষে বঙ্গবন্ধু চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংসদ সদস্য মাশরাফি বিন মোতুর্জা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

সাপাহার (নওগাঁ)

নওগাঁর সাপাহারে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবারর সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরে এবং জাতীয় শিশু দিবসের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লূনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা. রুহুল আমিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নলছিটি

ঝালকাটির নলছিটিতে বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রহমান’র ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচির।

পুষ্পস্তবক অর্পণ শেষে একটি বণার্ঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।

বক্তব্য রাখেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল, হাবিবুর রহমান তালুকদার, ভাইস চেয়ারম্যান (সাবেক) দুলাল শরিফ, নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাসার রানা, গার্লস স্কুল অ্যান্ড কলেজ’র প্রধান শিক্ষক মোহম্মদ জলিলুর রহমান আকন্দ, অধ্যক্ষ সিনিয়র মাদ্রাসা, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন, যুব উন্নয়ন অফিসার মাহমুদ আলম জোমাদ্দার, শ্রমিক লীগ সভাপতি পারভেজ হোসেন হান্নান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের লাইজুর রহমান রিয়াজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার প্রমুখ।

তাড়াশ

সিরাজগঞ্জে তাড়াশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হ‌য়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ক‌রা হয়।

পরবর্তী‌তে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আসাদুজ্জানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আব্দুল খালেক তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ- ৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার হোসেন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক রবিউজ্জামান নান্নু, তথ‌্য ও গ‌বেষণা সম্পাদক সনাতন দাশ, যুব ও ক্রীড়া সম্পাদক উপাধ‌্যক্ষ শাহাদৎ হো‌সেন সরকার, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, আওয়ামী লী‌গের সদস‌্য আব্দুল হক, রেজাউল করিম, কামরুজ্জামান রাজু, সাইদুর রহমান, আবু ইউছু ঠান্ডু, আনিছুর রহমান খান, মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহকারী অধ্যাপক এম আতিকুল ইসলাম বুলবুল, সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল কবির চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার খাতুন মিনি, সাধারণ সম্পাদক সবিতা রানী টুনি, যুগ্ম সাধারণ সম্পাদক হোসনে আরা নাসরিন দোলন, শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লুৎফর কবির লিমন, মাগুড়া বিনোদ ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউর রহমান, মাগুড়া বিনোদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরশাদ আদিব, যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ প্রমুখ।

পীরগঞ্জ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার সকালে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সভা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের পর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন প্রমুখ।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ