ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

মায়ের সামনে শিশুর প্রাণ কেড়ে নিল ট্রাক

প্রকাশনার সময়: ২৩ আগস্ট ২০২১, ২১:০২

রাজধানীর লালবাগ কেল্লার মোড় বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মো. সামিয়ান (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার রাত সোয়া ১২টায় নিহত শিশুটির মায়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় চালক নীরবকে (৩৬) আটক ও গাড়িটি জব্দ করেছে পুলিশ।

শিশুটির নানা মো. জাকির হোসেন জানান, রোববার রাত ১২টার দিকে লালবাগ কেল্লার মোড় বাজারে সামিয়ানকে সঙ্গে নিয়ে মা আসমা বেগম দুধ কিনতে বের হয়েছিলেন। রাস্তা ধরে হেঁটে যাওয়ার সময় ইটের সুরকিবাহী ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর আহত হয় সামিয়ান। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ঢামেকের ২০৩ ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে সোমবার ভোর সোয়া চারটায় কর্তব্যরত চিকিৎসক সামিয়ানকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার এস আই বিনয় কুমার রায় বলেন, এ ঘটনায় ট্রাক জব্দ ও চালক নীরবকে আটক করা হয়েছে। নিহত সামিয়ান লালবাগ বাজার এলাকার স্থায়ী বাসিন্দা রিকশাচালক আরমান হোসেনের ছেলে। তার মা আসমা বেগম বাসাবাড়িতে কাজ করেন। শিশুটির বাবা আরমান চার বছর আগের একটি হত্যা মামলায় কারাগারে বন্দি রয়েছেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ