ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

মাইক্রোবাস চুরি করে অ্যাম্বুলেন্সে রূপান্তর

প্রকাশনার সময়: ২২ আগস্ট ২০২১, ২০:০২

রাজধানীর ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মাইক্রোবাসসহ মো. হাসান নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ।

শনিবার গভীর রাতে ওয়ারী থানার ওয়্যার স্ট্রিট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, ওয়ারী থানার ওয়্যার স্ট্রিট এলাকায় একটি মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে রোগী পরিবহন করার কাজে ব্যবহার করা হচ্ছে বলে তথ্য পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে চোরাই মাইক্রোবাসসহ (অ্যাম্বুলেন্স) হাসানকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত হাসান চোরাই টয়োটা হাইএস মাইক্রোবাসের ইঞ্জিন ও চেসিস নাম্বার পরিবর্তন করে অ্যাম্বুলেন্সে রূপান্তর করে রোগী পরিবহনের কাজে ব্যবহার করে আসছিল।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ