কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২২ মিনিটে মিঠামইন সদরের ঘোড়াউত্রা নদীর তীরে ২৭৫ একর জায়গায় নবনির্মিত সেনানিবাসের উদ্বোধন করেন সরকারপ্রধান।
এর আগে বেলা ১১টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে শেখ হাসিনা মিঠামইনে পৌঁছান।
বিকেল ৩টায় মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আয়োজিত সুধী সমাবেশে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে মিঠামইন ছেড়ে যাবেন।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ