ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

পরীমনির জামিন শুনানি ১৩ সেপ্টেম্বর 

প্রকাশনার সময়: ২২ আগস্ট ২০২১, ১৫:৫৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় কারাগারে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। তাকে নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা। রোববার (২২ আগস্ট) আইনজীবী মজিবুর রহমানের মাধ্যমে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করেন পরীমনি।

মজিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর মহানগর হাকিম কেএম এমরুল কায়েস জামিন আবেদনের ওপর শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে গতকাল আদালত পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ১৯ আগস্ট পরীমনির জামিন আবেদন বাতিল করে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৪ আগস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বিরুদ্ধে র‍্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় মামলা দায়ের করেন। মামলার নথিতে উল্লেখ করা হয়, পরীমনির বাসা থেকে ক্রিস্টাল মেথ, এলএসডি ও বিদেশি মদ জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, পরীমনি চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের কাছ থেকে মাদক সংগ্রহ করতেন।

নয়া শতাব্দী/জেআই/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ