ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

আরও এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ২১ আগস্ট ২০২১, ০৪:০০

সীতাকুণ্ডে আরও এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর সাগর উপকূলে কেওড়াবনে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক ছেলে শিশুর (৮) লাশ বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় এলাকাবাসী কেওড়া বাগানে শিশুর লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

শুক্রবার (২০ আগস্ট) সকালে কোস্টগার্ডের সদস্যদের কাছে শিশুর লাশটি হস্তান্তর করা হয়। এটি ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, এর আগে গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলার গুলিয়াখালী সৈকত থেকে ১২/১৩ বছর বয়সী রোহিঙ্গা কন্যা শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

গত ১৩ আগস্ট (শুক্রবার) নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে নৌকাযোগে পালানোর সময় ৪১ জন রোহিঙ্গা যাত্রীবোঝাই একটি নৌকা সাগরে ডুবে যায়। সেই দলের সদস্য হতে পারে ওই শিশু। এ নিয়ে তিন দিনের ব্যবধানে সীতাকুণ্ডে দুজন শিশুর লাশ উদ্ধার হলো।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ