ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ঢাকার পথে জাপানের উপহারের ৭ লা‌খ ৮১ হাজার টিকা

প্রকাশনার সময়: ২০ আগস্ট ২০২১, ২০:২৯ | আপডেট: ২০ আগস্ট ২০২১, ২০:৩৬

বাংলাদেশকে জাপানের দেওয়া উপহারের টিকার চতুর্থ চালান ঢাকায় আসছে। এ চালা‌নে সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা র‌য়ে‌ছে। এগুলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।

শুক্রবার জাপানের স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে টিকা বহনকারী নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো ফ্লাইট ঢাকার উদ্দেশে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাস জানায়, বাংলাদেশকে জাপানের দেওয়া উপহারের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার চতুর্থ চালান ঢাকায় আসছে। সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা বহনকারী নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো ফ্লাইট জাপা‌নের স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। টিকাগু‌লো শ‌নিবার ঢাকায় পৌঁছা‌বে। ফ্লাইট ছাড়ার সময় বিমানবন্দরে রাষ্ট্রদূত শাহাবু‌দ্দিন আহমেদ সেখা‌নে উপ‌স্থিত ছি‌লেন।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ